Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

উত্তরাঞ্চলের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য, সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে এবং এ অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে ১৯৬৭ সালের ১৬ই নভেম্বর রংপুর বেতার কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল। রংপুর বেতার কেন্দ্র  উপহার দিয়েছে আব্বাসউদ্দিন, বেবী নাজনীন, রথীন্দ্রনাথ রায়, কছিমুদ্দিন, মহেশচন্দ্ররায়সহ অনেক নামি-দামী সঙ্গীতশিল্পী, নাট্য শিল্পী, গীতিকার, নাট্যকার ও সাহিত্যসেবী। ১৬৬টি সরকারী (রাজস্ব খাতে) এবং ২৩টি আধা-সরকারী (শিল্পী খাতে) অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে ৩৪টি বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত ১ম শ্রেণীর পদ রয়েছে।বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের প্রচার ভবন (বেতার ভবন)ধাপ এলাকায় অবস্থিত (বাংলাদেশ ব্যাংক হতে ১০০ গজ উত্তরে)এবং প্রেরন কেন্দ্র ( ট্রান্সমিটার) উত্তমে অবস্থিত বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন www.betar.gov.bd

এক নজরে বাংলাদেশ বেতার, রংপুর